অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যালো ওয়াশিংটন: ‘প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শাসনামলের সূচনা এবং গেলো সপ্তাহান্তের নারী প্রতিবাদ সমাবেশ-পদযাত্রা’


‘প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শাসনামলের সূচনা এবং গেলো সপ্তাহান্তের নারী প্রতিবাদ সমাবেশ-পদযাত্রা’- এসব নিয়েই আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচনা।

আমাদের আজকের এ অনুষ্ঠানের জন্যে অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন, কলকাতা থেকে আবুল কালাম আযাদ ইনস্টিটিউট গবেষনা সংস্থার গবেষক-অধ্যাপক ডক্টর শ্রীরাধা দত্ত, ঢাকা থেকে ঢাকা বিশ্বিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আমেনা মহসীন এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউস্টান থেকে অনুষ্ঠানে যোগ দিয়েছেন টেক্সাস সাদার্ণ ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর সেলিনা আহমেদ।

আজকের হ্যালো ওয়াশিংটনের সঞ্চালনায় ছিলেন সরকার কবীরূদ্দীন।

আজকের অনুষ্ঠানে আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে অংশ নেন:

(১) নিউইয়র্ক থেকে মিনহায আহমেদ।

(২)বিশ্বজিৎ সাহা কল করছেন নিউ ইয়র্ক থেকেই।

(৩)পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ থেকে জিয়াউর রহমান।

(৪)নিউইয়র্ক থেকে কল করছেন কানূ দত্ত।

(৫) আবু সুফিয়ান চৌধুরী কল করছেন চট্রগ্রাম থেকে।

(৬)কলকাতা থেকে কল করছেন প্রতিমা দত্ত।

(৭) নিউইয়র্ক থেকে মাহফুজুর রহমান।

(৮) বাংলাদেশ থেকে এ কে এম মোস্তফা।

(৯) ফোন করছেন শাহ আলম দুলাল।

আর হ্যাঁ এ অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তর দাতাদের মন্তব্য-বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত – ভয়েস অফ আমেরিকা কতৃপক্ষের ওপর তার দায়দায়িত্ব বর্তাবে না ।

আর ভালো কথা, এ অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানূশীলন, খবরা খবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোনো দেশ-কাল-সমাজ-পাত্র বা ঘটনার প্রতি অঙ্গূলী নির্দেশ নয়। বুদ্ধিদৃপ্ত আলোচনাই কাম্য।

হ্যালো ওয়াশিংটন আমাদের ওয়েব সাইটে শোনা যাবে। আমাদের ওয়েব সাইট www.voanews.com/Bangla/hello Washington .

XS
SM
MD
LG