অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যালো ওয়াশিংটনের বিষয়: ইরানের সঙ্গে পি ফাইভ প্লাস ওয়ান দেশগুলোর পারমানবিক বিষয়ে চুক্তির তাৎপর্য।


The agreement over Iran's nuclear program limits the country's oil exports to one million barrels per day.
The agreement over Iran's nuclear program limits the country's oil exports to one million barrels per day.
আজ বুধবার আমাদের হ্যালো ওয়াশিংটনের বিষয় ছিল ইরানের সঙ্গে পি ফাইভ প্লাস ওয়ান দেশগুলোর পারমানবিক বিষয়ে চুক্তির তাৎপর্য।

আজকের হ্যালো ওয়াশিংটনে এ আমাদের তিনজন বিশেষ অতিথি ছিলেন সাইদ মোহাম্মদ উল্লাহ, ড: সাইদ ইফতেখার আহমেদ, ও ড: জয়ন্ত কুমার রায়।

সাইদ মোহাম্মদ উল্লাহ একজন বিশিষ্ট সাংবাদিক ও বিশ্লেষক। তিনি নিউ ইয়র্কে থাকেন।

আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ড: সাইদ ইফতেখার আহমেদ আমেরিকান পাবলিক ইউনিভারসিটির, স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিস এর অ্যাডজাংক্ট ফ্যাকালটি।

অধ্যাপক ড জয়ন্ত কুমার রায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক।

শ্রোতারা আজকের হ্যালো ওয়াশিংটনে ইরানের সঙ্গে পি ফাইভ প্লাস ওয়ান দেশগুলোর পারমানবিক বিষয়ে চুক্তির তাৎপর্য বিষয়ে মন্তব্য করেন ও বিভিন্ন প্রশ্ন করেন। বাংলাদেশ, ভারত সহ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড, নিউ ইয়র্ক এবং অন্যান্য স্থান থেকে লোকজন প্রশ্ন করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন শাগুফতা নাসরিন কুইন।
হ্যালো ওয়াশিংটন শুনুন
please wait

No media source currently available

0:00 0:45:34 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG