অ্যাকসেসিবিলিটি লিংক

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল


মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯ টায় শুরু হবে দুই আয়োজকের শিরোপা নির্ধারণী ম্যাচ।

এই নিয়ে সপ্তমবার বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। আর নিউজিল্যান্ড এবারই প্রথম খেলতে যাচ্ছে বিশ্বকাপের ফাইনালে।

বিশ্লেষকদের মতে এবারের বিশ্বকাপে আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে নিউ জিল্যান্ড। আবার নানা সংকট স্বত্বেও নিজেদের আঙিনায় সবসময়ই অজেয় রূপে দেখা দেয়া অস্ট্রেলিয়ার রয়েছে ছয়টি ফাইনাল খেলার অভিজ্ঞতা। সবকিছু বিবেচনায় ক্রিকেট বিশেষজ্ঞরা ফাইনালটিকে আখ্যা দিয়েছেন ‘বড় ভাই আর ছোট ভাইয়ের লড়াই’ হিসেবে।

অস্ট্রেলিয়াকে বড় ভাই বলা হয়েছে এজন্য যে ওয়ানডেতে নিউজিল্যান্ডের সঙ্গে ১২৬ বারের মুখোমুখি লড়াইয়ের ৮৫টিই তারা জিতেছে অস্ট্রেলিয়া, ৩৫টিতে জিতেছে জয় পায় কিউইরা। বাকি ছয়টি ম্যাচ পরিত্যক্ত হয়।

ক্রিকেট অনুরাগীদের মনে প্রশ্ন-এবারও কি শিরোপা জিতবে অস্ট্রেলিয়া, নাকি প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়বে নিউ জিল্যান্ড? উত্তরের জন্যে আমরা অপেক্ষা করছি ফাইনাল শেষ হওয়া পর্যন্ত।

please wait

No media source currently available

0:00 0:01:12 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG