অ্যাকসেসিবিলিটি লিংক

কেনিয়ের ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়



আন্তর্জাতিক অপরাধ আদালত রায় দিয়েছে যে কেনিয়ের ভাইস প্রেসিডেন্ট ইউলিয়াম রূটোকে বিচারের সময় উপস্থিত থাকতে হবে। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

এ বছরের গোড়ার দিকে সিদ্ধান্ত হয়েছিল যে বিচার চলাকালে বেশীর ভাগ সময় তাকে আদালতে উপস্থিত হতে হবে না এই কারনে যাতে মিঃ রুটো তার দায়িত্ব পালন করতে পারেন। কিন্তু হেগ ভিত্তিক অপরাধ ট্রাইবুন্যাল শুক্রবার সেই রায় বাতিল করে দিয়েছে।

এটা এখনো সুষ্পষ্ট নয় যে এই সিদ্ধান্তের ফলে একই ধরনের অভিযোগ যে কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কিনিয়াটার বিরুদ্ধে রয়েছে তাতে কি ধরণের প্রভাব পড়বে। তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে হেগের আদালতে তাঁকেও বিচারের মুখোমুখী করা হবে।

দু’জনেই তাদের বিরুদ্ধে আনিত আভিযোগগুলো তারা অস্বিকার করেছেন।
XS
SM
MD
LG