অ্যাকসেসিবিলিটি লিংক

আন্তর্জাতিক অপরাধী আদালত ২০১০ সালে গাজাগামী তুরস্কের একটি জাহাজে ইসরাইল যে হানা দেয় সেজন্য ইসরাইলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে না বলে জানিয়েছে I


আন্তর্জাতিক অপরাধী আদালত ২০১০ সালে গাজাগামী তুরস্কের একটি জাহাজে ইসরাইল যে হানা দেয় সেজন্য ইসরাইলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে না বলে জানিয়েছে I যদিও সে হামলা যুদ্ধাপরাধের সমতুল্য বলে প্রমান মিলেছে I ওই হামলায় ৯জন সক্রিয়বাদী নিহত হন I মাভী মারমারা নামের ওই জাহাজে সক্রিয়বাদীরা গাজার নৌ অবরোধ ভাঙ্গার প্রচেষ্টা চালিয়েছিল I ইসরাইলি সেনারা জাহাজটির ওপর আক্রমন চালিয়ে ৮ জন তুর্কি এবং একজন মার্কিন তুর্কিকে হত্যা করে I

XS
SM
MD
LG