অ্যাকসেসিবিলিটি লিংক

আইএমএফ ইউক্রেনকে ১৮০০ কোটি ডলার ঋণ দেয়ার ঘোষণা দিয়েছে


ইন্টারন্যাশনাল মনিটারী ফান্ড আইএমএফ ইউক্রেনকে ১৮০০ কোটি ডলার ঋণ দেয়ার ঘোষণা দিয়েছে। তবে এর পরিবর্তে দেশটিকে অর্থনৈতিক সংস্কার করতে হবে।

আইএমএফ বলেছে আগামী দুই বছরে দেশটির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ১৪০০ থেকে ১৮০০ কোটি ডলারসহ মোট ২৭০০ কোটি ডলার সহায়তা প্রদান করা হবে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনী ইয়াৎসেনিউক বলেছেন এ বছর দেশের অর্থনীতিতে ১০ শতাংশ ক্ষতির কারনে তারা আর্থিক সংকটে পড়বেন।

আইএমএফ কতৃক অনুরোধকৃত অর্থনৈতিক সংস্কারে বিনিময় হার ঢিলেঢালা রেখে জ্বালানীর দাম বৃদ্ধির সম্ভাবনা কমাতে ইউকেনের জ্বালানী প্রতিষ্ঠান নাফতোগাজের সংস্কারের পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তিমোশেংকো ২৫শে মে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন।
XS
SM
MD
LG