অ্যাকসেসিবিলিটি লিংক

২০১৫ সালে এ অবধি ১০ লক্ষেরও বেশি শরনার্থী সাগরপথ পাড়ি দিয়ে য়ুরোপিয় য়ুনিয়ন হাজির হয়েছেন


APTOPIX US Immigration
APTOPIX US Immigration

জাতিসংঘ শরনার্থী সংস্থা বলছে- ২০১৫ সালের সূচনা পর্ব থেকে নিয়ে এ অবধি ১০ লক্ষেরও বেশি শরনার্থী সাগরপথ পাড়ি দিয়ে য়ুরোপিয় য়ুনিয়ন হাজির হয়েছেন।তুলনামুলকভাবে আগের বছর যে সংখ্যাটা ছিলো ২ লক্ষ ১৬ হাজার।

জাতিসংঘ শরনার্থী সংস্থার হাই কমিশনার আজ বুধবার বলেছেন- সর্ব সাম্প্রতিক গননা মোতাবেক এর ৮০ শতাংশ বা এক লক্ষ পাঁচ শ’ ৭৩ সংখ্যক শরনার্থী পৌঁছোন গিয়ে গ্রীসে – যার বেশির ভাগই উপস্থিত হন লেসবোস দ্বীপে।

গ্রীসে যাঁরা হাজির হন তার অধিকাংশই আসেন তুরস্ক থেকে। অন্যান্যদের অধিকাংশই ভূমধ্যসাগর পাড়ি দেন লিবিয়া থেকে – পৌঁছোন গিয়ে ইটালীতে।

সংস্থা বলছে- শরনার্থীদের অর্ধেক সংখ্যকই প্রাণভয়ে পালিয়ে এসেছেন সিরিয়া থেকে- আর অপর একুশ শতাংশ এসেছেন আফগানিস্তান থেকে।

এসব অভিবাসিদের ৩ হাজার ৭ শ’ ৩৫ জন য়ুরোপের উদ্দেশে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অথবা লাপাত্তা হয়েছেন দু’ হাজার পনেরো সালে।

XS
SM
MD
LG