অ্যাকসেসিবিলিটি লিংক

ডনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বচনে ডনাল্ড ট্রাম্পের জয়ের খবর জানবার পরেই তাঁকে অভিনন্দন জানালের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কিন্তু ভারতীয় প্রশাসন ও কূটনীতিকেরা স্পষ্ট জানেন না, ট্রাম্প প্রেসিডেন্ট হলে ভারতের পক্ষে তার তাৎপর্য ঠিক কি? কেননা, প্রচারের সময় ভারতের উল্লেখ বিশেষ করেননি ট্রাম্প। কিন্তু তাঁর যা আদর্শ, তা অনুসারে, ভারত ও চীন হাজার হাজার চাকরি নিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বঞ্চিত করে। ঐ চাকরি তিনি ফিরিয়ে আনতে চান।

একই ভাবে তাঁর মতে, যুক্তরাষ্ট্রের কোনও সামগ্রী অন্য দেশে তৈরি করিয়ে আমেরিকায় আনতে গেলে চড়া হারে কর দিতে হবে। তাঁর আমলে অভিবাসন নিয়ন্ত্রিত হলে ভারতীয়রাও সমস্যায় পড়বে।

দুই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, পুরুষোত্তম ভট্টাচার্য ও জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায় বলেছেন, গত কয়েক দশকের আন্তর্জাতিকতাবাদের বদলে এবার যে জনপ্রিয় হচ্ছে দক্ষিণপন্থী মনোভাব, ট্রাম্পের জয় তারই সূচক। নিজের স্বার্থই বেশি গুরুত্ব পাবে। তবে পাকিস্তান ও চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ হলে সেটা ভারতের পক্ষে ভাল বলেও মনে করছেন অনেকে।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00
please wait

No media source currently available

0:00 0:00:59 0:00


XS
SM
MD
LG