অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত-চীনের বন্ধুত্বের সেতু হতে চায় নেপাল: অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পোড়েল


ভারত-নেপালের সীমানায় বীরগঞ্জ-রক্সৌল দিয়ে আবার মালবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে মদেশীয়দের ১৩৫ দিনের অবরোধ কর্মসূচি প্রত্যাহারের পরে।

নেপালের নতুন সংবিধানে মদেশীয়রা উপেক্ষিত হওয়ার যে অভিযোগ উঠেছিল, সংবিধান সংশোধনের পরে সেই ক্ষোভও আর নেই, প্রত্যাহৃত হয়েছে অবরোধ আন্দোলন।

দুই দেশের সম্পর্ক আবার উষ্ণ হয়ে উঠছে। এমনকি, নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি আগামী সপ্তাহেই ভারত সফরে আসছেন দ্বিপাক্ষিক আলোচনার জন্য। তিনি চীনপন্থী বলে যে একটা কথা প্রচলিত ছিল, তা উড়িয়ে দিয়ে নেপালের অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পোড়েল বলেছেন, নেপাল চায় ভারত আর চীনের মধ্যে বন্ধুত্বের সেতু হয়ে থাকতে।

আপাতত নেপালের লক্ষ্য দ্রুত উন্নয়ন। তারই অন্যতম কর্মসূচি হল, দক্ষিণ নেপালের তরাই এলাকায় ১,৫০০ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ। ভারত এটি পাঁচ বছরের মধ্যে নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

XS
SM
MD
LG