অ্যাকসেসিবিলিটি লিংক

২০১৭ সালের মার্চের মধ্যে বিদ্যুৎ উদ্বৃত্ত রাষ্ট্র হবে ভারত


গত অনেকগুলি দশকে ভারত ছিল বিদ্যুৎ ঘাটতির দেশ। গৃহস্থ বাড়িতে লোডশেডিং, শিল্প-কারখানায় উৎপাদনে ব্যাঘাত- সব মিলিয়ে বিদ্যুৎ সঙ্কট আধুনিক ভারতের এক কলঙ্ক হয়ে উঠেছিল।

দীর্ঘ দিনের চেষ্টায় শেষ পর্যন্ত ঘাটতি মুছে ফেলে বিদ্যুৎ উদ্বৃত্ত রাষ্ট্র হয়ে উঠতে চলেছে ভারত। আর বেশি দিন নয়, সরকারের ঘোষণা, ২০১৭ সালের মার্চ মাসের মধ্যেই সব বিদ্যুৎ ঘাটতি হয়ে উঠবে অতীতের দুঃস্বপ্ন মাত্র। লক্ষ্য, ২০১৬-১৭ অর্থ বছরে দেশ উৎপাদন করবে ১,১৭৮ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ। এর মধ্যে একটা ছোট অংশ অবশ্য আসবে প্রতিবেশী রাষ্ট্র ভুটান থেকে।

সরকার জানিয়েছে, দিনের সবোর্চ্চ চাহিদার সময় উদ্বৃত্ত থাকবে ২.৬ শতাংশ। আর সামগ্রিক ভাবে বিদ্যুৎ উদ্বৃত্ত হবে ১.১ শতাংশ।

সামগ্রিক ভাবে দেশে বিদ্যুৎ উদ্বৃত্ত হলেও আলাদা ভাবে কোনও কোনও রাজ্যে বিদ্যুৎ ঘাটতি থেকেই যাবে। কিন্তু তাদের ওই ঘাটতি মেটানো হবে উদ্বৃত্ত রাজ্যগুলি থেকে বিদ্যুৎ পাঠিয়ে। নতুন নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তোলা ছাড়াও দেশ জুড়ে বিদ্যুৎ পরিবহন পরিকাঠামো গড়ে তুলেই ঘাটতি মুছে ফেলা গিয়েছে। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:01:02 0:00

XS
SM
MD
LG