অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া থেকে এস-৪০০ ট্রাম্ফ এয়ার ডিফেন্স মিসাইল কিনছে ভারত


৩৯ হাজার কোটি টাকা ব্যয়ে ভারত রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ট্রাম্ফ এয়ার ডিফেন্স মিসাইল অস্ত্র কিনছে। এটি দিয়ে আকাশ পথে বিমান বা মিসাইল থেকে যে কোনও রকম আক্রমণ প্রতিহত করা সম্ভব।

এই অতি আধুনিক অস্ত্র চমকে দিয়েছে নেটো-কেও। ইতিমধ্যেই চীন এই অস্ত্র কিনে নিয়েছে রাশিয়ার কাছ থেকেই। আগামী ২৪ ডিসেম্বর মস্কো সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাডিমির পুটিনের সঙ্গে। কথা আছে, পশ্চিম সীমান্তে পাকিস্তানকে প্রতিহত করতে তিনটি ও পূর্ব সীমান্তে চীনকে প্রতিহত করতে দুটি করে এই অস্ত্র বসানো হবে।

মোদির মস্কো সফরের সময়ই রাশিয়ার কাছ থেকে ২০০টি কামোভ হেলিপ্টার কেনার বিষয়টিও চূড়ান্ত হওয়ার কথা। এর অর্থমূল্য এক বিলিয়ন ডলার। এ ছাড়া, ফ্রান্সের কাছ থেকে পাঁচ বিলিয়ন ডলার ব্যয়ে ৩৬টি র‍্যাফেল যুদ্ধবিমান কেনবার চুক্তিটিও স্বাক্ষর হওয়ার অপেক্ষায়।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00

XS
SM
MD
LG