অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের বিহারে এপ্রিল থেকে মদ্যপান নিষিদ্ধ, বর্তমান পরিস্থিতি


ভারতের বিহারে গত ১ এপ্রিল থেকে মদ্যপান নিষিদ্ধ করে দিয়েছেন মুখ্যমন্ত্রি নীতিশ কুমার।

তখন বিরোধীরা দুটি বিষয়ে আপত্তি তুলেছিলেন। এক, মদের বিক্রি থেকে রাজ্য যে রাজস্ব পায়, তা বন্ধ হয়ে গেলে লোকসান তো রাজ্যেরই। দুই, অতীতের অভিজ্ঞতা হল, কোনও রাজ্যেই মদ নিষিদ্ধ করার উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয়নি।

দেখা যাচ্ছে, প্রথম দিকে বিহারে নানান খাতে রাজস্ব আদায় ৩০% কমে গেলেও ক্রমশ ওই ঘাটতি কমে তার তুলনায় অর্ধেক হয়ে গিয়েছে। কিন্তু, অপর আশঙ্কাটি সত্যি হল চলতি সপ্তাহেই। বেআইনি বিষাক্ত মদ খেয়ে মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের। বোঝাই যাচ্ছে, বেআইনি মদের উৎপাদন অব্যাহত রয়েছে। এ ছাড়া, পাশের রাজ্য উত্তর প্রদেশে মদ বিক্রির কোনও অসুবিধে নেই। সেখান থেকেও লুকিয়ে-চুরিয়ে বিহারে মদ ঢুকে পড়ছে।

প্রধানত বিহারের মহিলাদের দাবি মেনে নিয়ে রাজ্যে মদ নিষিদ্ধ করে দেন নীতিশ কুমার। কিন্তু মদের মত নাছোড় নেশার জিনিষ পুরোপুরি নিষিদ্ধ করে রাখা যে কত কঠিন, এখন তা আবার বোঝা যাচ্ছে। নীতিশ নিজের লক্ষ্যে কত দিন অটল থাকতে পারবেন, তা সন্দেহ। সে সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:04 0:00

XS
SM
MD
LG