অ্যাকসেসিবিলিটি লিংক

দলিতদের মহামিছিলের ডাক


সম্প্রতি ভারতের গুজরাটে দলিত সম্প্রদায়ের মানুষদের ওপর বেশ কয়েকটি অত্যাচারের ঘটনার প্রতিবাদে রবিবার গুজরাটের আমেদাবাদে দলিতদের মহা সম্মেলনে দলিত নেতা জিগনেশ বিজেপি'কে হুঁশিয়ার করে দিয়ে বললেন, তাঁদের ওপর অত্যাচার বন্ধ না হলে ২০১৭ সালে গুজরাট বিধানসভার নির্বাচনে বিজেপি'কে নিজেদের শক্তি টের পাইয়ে দেবেন দলিতেরা।

বলা হচ্ছে, ঐ রাজ্যে দলিত ভোটারের সংখ্যা কেবল ৭% হলেও, বিজেপি-বিরোধী প্যাটেল সম্প্রদায়ের সঙ্গে মিলে তাঁরা হবেন ২৪%।

সাম্প্রতিক ঘটনাগুলিতে বিজেপি ঘনিষ্ঠ গো-রক্ষক সমিতির লোকজন দলিতদের ওপর নির্যাতন করছে বলে অভিযোগ। প্রতিবাদে ইতোমধ্যেই গুজরাটে মৃত পশুর মৃতদেহ অপসারণের কাজ বন্ধ করে দিয়েছেন দলিতরা।

যে বর্ণাশ্রম প্রথার কুফল হিসেবে দলিতরা হিন্দুদের মধ্যে সবচেয়ে নিম্ন বর্ণের বলে পরিচিত, সেই প্রথার উচ্ছেদের দাবিও ওঠে রবিবারের সমাবেশে। আগামীতে দলিতেরা একটি মহামিছিলেরও ডাক দিয়েছেন। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:01:01 0:00

XS
SM
MD
LG