অ্যাকসেসিবিলিটি লিংক

দিল্লি'তে জোড়-বেজোড় ফর্মূলায় গাড়ি চলা শুরু


নতুন বছরের প্রথম দিন শুক্রবার থেকেই ভারতের দিল্লির রাস্তায় গাড়ির নম্বরের ‌জোড়-বেজোড় নিয়মের সূচনা হল। অর্থাৎ, মাসের জোড় সংখ্যার দিন পথে বেরোবে কেবল জোড় নম্বরের গাড়ি, আবার বেজোড় তারিখে বেরোবে বেজোড় নম্বরের গাড়ি।

দিল্লি যে পৃথিবীর সবচেয়ে দূষণের শহর, তা জানাই ছিল। এরপর দিল্লি হাইকোর্ট যখন দিল্লির পরিস্থিতিকে গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করল, তখনই নড়েচড়ে বসল দিল্লির আপ-পরিচালিত সরকার।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই জোড়-বেজোড় ফর্মূলা ঘোষণা করলেন। এতে এক দিকে পথে কমে যাবে গাড়ির সংখ্যা এবং তার সঙ্গে কমবে বায়ুদূষণও। সাধারণ মানুষ এই পরীক্ষা-নিরীক্ষাকে সাধুবাদ জানালেও অসন্তুষ্ট গাড়িওয়ালা মানুষেরা। এই সিদ্ধান্ত যতই বিতর্কিত হোক না কেন, একটা কিছু যে করা দরকার, সে বিষয়ে সকলেই একমত।

মাসখানেক এই ব্যবস্থা চলবার পরে দিল্লি সরকার বিষয়টি পর্যালোচনা করে দেখবে। এখন স্কুলে শীতের ছুটি। সরকার ৩,০০০ স্কুলবাস গণ-পরিবহনের কাজে লাগাচ্ছে। মেট্রো ট্রেন বাড়তি পরিষেবা দেবে।

তবে নিয়ম থেকে ছাড় রয়েছে সব বাইক, গণ-পরিবহন, ভিভিআইপি, পুলিশ, সেনাবা্হিনী এবং মহিলা চালকদের জন্য। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG