অ্যাকসেসিবিলিটি লিংক

প্রভিডেন্ট ফান্ডে আয়করের প্রস্তাবে সংশোধন আনলেন অর্থমন্ত্রী


কর্মচারি প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুললে তার ওপর আয়কর কেটে নেওয়ার প্রস্তাব দিয়ে ভারতের কেন্দ্রীয় বাজেটে একেবারে হুলুস্থুল বাধিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। এমনই প্রতিবাদের ঝড় উঠেছে যে, বাজেট পেশের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মঙ্গলবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এই প্রস্তাব সংশোধনে প্রতিশ্রুতি দেওয়া হল।

এখন বলা হচ্ছে, এ বছরের ৩১শে মার্চ পর্যন্ত ফান্ডে যে টাকা জমা রয়েছে, তা আগের মতই করমুক্ত থাকবে। তবে পয়লা এপ্রিল থেকে যা টাকা জমা হবে, তার ওপর যে সুদ পাওয়া যাবে, তার ৬০ শতাংশের ওপর কাটা হবে আয়কর।

তবে এর পরেও যে ভাবে নানান দিক থেকে বিরোধিতা আসছে, এই প্রস্তাব থেকেও জেটলি পিছিয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

XS
SM
MD
LG