অ্যাকসেসিবিলিটি লিংক

পাঠানকোট বিমানঘাঁটি ও ভারতীয় দূতাবাসে আক্রমণ একই সময়ে ঘটানোর পরিকল্পনা ছিল


ভারতের পাঠানকোট বিমানঘাঁটিতে জঙ্গী হানা আর আফগানিস্তানের মাজার-ই-শরিফ-এ ভারতীয় দূতাবাসের ওপর আক্রমণ যে একই সময়ে ঘটে গেল, তা কি নেহাত কাকতালীয়, না কি ইচ্ছাকৃত? ভারত সরকার কিন্তু এক রকম নিশ্চিত যে, ইচ্ছাকৃত ভাবেই দুটি ঘটনা একই সময়ে ঘটানোর পরিকল্পনা করা হয়েছিল।

পাঠানকোটের আক্রমণে ভারত হারিয়েছে সাত জন নিরাপত্তা অফিসার ও জওয়ানদের। কিন্তু দূতাবাসের ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। অথচ, বিমানঘাঁটিতে আক্রমণ আসতে চলেছে, এই মর্মে অন্তত ২৪ ঘণ্টা আগে আঁচ পাওয়ার পরেও কেন আক্রমণ শুরুর আগেই তা আটকানো গেল না, সেটা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

নিরাপত্তা বাহিনীর তরফে কেউ বিশ্বাসঘাতকতা করেছিল কিনা, সেটাও তদন্তের অন্যতম বিষয়। কিন্তু কিছুটা গাফিলতি যে ছিল, এ কথা মেনে নিচ্ছে সরকার।

ভারতের পক্ষে সান্ত্বনার বিষয় এটুকুই যে, পাকিস্তান থেকে আসা জঙ্গীদের সম্পর্কে তদন্ত করতে রাজি হয়েছে পাকিস্তান। ধরে নেওয়া হচ্ছে, জঙ্গী আক্রমণে পাকিস্তানীরা জড়িত থাকলেও এ ঘটনায় পাকিস্তানী সরকারের কোনও ভূমিকা নেই। আগে কিন্তু এ ধরণের ঘটনায় পাকিস্তান কোনও রকম সহযোগিতাই করত না। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

XS
SM
MD
LG