অ্যাকসেসিবিলিটি লিংক

মোবাইলের মতো যোগাভ্যাসকে আত্মস্থ করার পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী


আজ আন্তর্জাতিক যোগ দিবস। গোটা বিশ্বের সাথে দিনটি ভারতেও সারম্বরে পালিত হল।

যে কোনও অসুখকে বিনা ওষুধে জয় করা যায় যোগ চর্চার মাধ্যমে। ধনী-দরিদ্র নির্বিশেষে কোনও অর্থ ক্ষমতা ছাড়াই ভারতের এই প্রাচীন ঐতিহ্য যে কেউ পালন করতে পারেন। আন্তর্জাতিক যোগ দিবসের এটাই ভারতের বিভিন্ন প্রান্তের অনুষ্ঠানে যোগদানকারী বিশিষ্ট জনেদের মূল কথা। সমাজের বিভিন্ন স্তরের সম্মানীয় ব্যক্তিরা আজকের অনুষ্ঠানে যোগ দেন দেশের বিভিন্ন জায়গায় আয়োজিত অনুষ্ঠানে।

আজ চণ্ডীগড়ের ক্যাপিটল কমপ্লেক্সে আয়োজিত যোগ প্রদর্শন অনুষ্ঠানে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সেখানে তিনি বলেন, যোগ কোনও ধার্মিক কর্মকাণ্ড নয়, তাই অযথা এনিয়ে কোনও বির্তক তৈরি না করাই ভাল। উন্নত বা উন্নয়নশীল সমস্ত দেশেই যোগের কদর রয়েছে। শরীর-মন সুস্থ রাখতে মোবাইলের মতো যোগাভ্যাসকে আত্মস্থ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

XS
SM
MD
LG