অ্যাকসেসিবিলিটি লিংক

সোনারপুর-বারুইপুর এবং খাগড়াগড় জঙ্গি ডেরা থেকে উদ্ধার হওয়া বোমা একই


ভারতে কলকাতার দক্ষিণ শহরতলি দক্ষিন চব্বিশ পরগনা জেলার সোনারপুর এবং বারুইপুর থেকে সম্প্রতি উদ্ধার হওয়া সকেট বোমার সঙ্গে রাজ্যের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরন কান্ডে জড়িত জঙ্গি ডেরা থেকে পাওয়া সকেট বোমার হুবহু মিল থাকায় রাজ্যের সিআইডি’রা চিন্তিত। যেভাবে এখানে এই বোমা তৈরি করা হয়েছে, তা খাগড়াগড় থেকে উদ্ধার হওয়া বোমার প্রতিরূপ বলে তারা সন্দেহ করছেন।

জঙ্গি সংগঠন জামায়েত উল মুজাহিদিনের (জুম) ছড়িয়ে-ছিটিয়ে থাকা কোনও জেহাদির হাত ধরেই তাদের সকেট বোমা তৈরির প্রযুক্তি দক্ষিণ চব্বিশ পরগনায় এসেছে বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি খাগড়াগড়ে এই বোমা তৈরির দায়িত্বে থাকা কোনও বিশেষজ্ঞই এখানে বসে এই বোমা তৈরি করতে পারে বলেও মনে করা হচ্ছে। তা না হলে হুবহু একই জিনিস তৈরি করা সম্ভব নয়। স্বাভাবিকভাবেই ডেরা বদল করে জুমের কোনও সদস্য এই জেলায় থাকছে কি না, তা নিয়ে রাজ্য গোয়েন্দা বিভাগ খোঁজ খবর শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

XS
SM
MD
LG