অ্যাকসেসিবিলিটি লিংক

কাশ্মির সমস্যার সমাধানে প্রয়োজন আলোচনা-উন্নয়ন: নরেন্দ্র মোদি


কাশ্মির রাজ্যের পরিস্থিতি ভাল না। দক্ষিণ কাশ্মিরের ৩৬টির মধ্যে ৩৩টি থানার পুলিশ কর্মীরা ভয়ে থানা ছেড়ে এসে আশ্রয় নিয়েছেন সেনা ছাউনিতে। রাজ্যের বহু জায়গাতেই টানা দেড় মাস ধরে কারফিউ চলছে।

এ পরিস্থিতির দ্রুত নিষ্পত্তির চেষ্টায় ভারত সরকার প্রকাশ্য আলোচনায় বসবার আগে লোকচক্ষুর আড়ালে `ট্র্যাক টু` বৈঠকে বসতে শুরু করেছে। সমাধানের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গত বৃহস্পতিবার ও রবিবার এমন দুটি বৈঠক করলেন অ-কাশ্মিরি বিশিষ্ট মুসলিম নাগরিকদের সঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মত, রাজ্যের বড়জোর ৫% লোক তরুণদের হিংসায় প্ররোচিত করছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, প্রয়োজন আলোচনা আর উন্নয়ন। রাজ্যের পরিস্থিতিকে এই অবস্থা পর্যন্ত গড়াতে দেওয়া যে ভুল হয়েছে, তা মেনে নিচ্ছেন সকলেই। কিন্তু হিংসা আর পাল্টা হিংসার বিষ চক্রে আবদ্ধ ক্ষুব্ধ সাধারণ মানুষ আর নিরাপত্তা বাহিনী। বেরনোর পথ খুঁজে পাচ্ছেন না কেউ।

please wait

No media source currently available

0:00 0:00:47 0:00

XS
SM
MD
LG