অ্যাকসেসিবিলিটি লিংক

৪৬টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক


ভারতের সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক হতে চলেছে। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানীর সঙ্গে দেশের ৪৬টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্যদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বলা বাহুল্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ও এই নিয়মের আওতায় পড়বে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দেশ বিরোধী মনোভাব সরকারের চিন্তা বাড়িয়েছে। তাই এবার সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আক্ষরিক অর্থেই দেশপ্রেমের ধ্বজা ওড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

সরকারের অবশ্য দাবী এটা উপর থেকে চাপিয়ে দেওয়া কোনো নির্দেশ নয়। দেশের ৪৬ টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্যদের উপস্থিতিতে সম্পন্ন হওয়া বৈঠকেই সর্ব্বসম্মতি ক্রমে গৃহীত প্রস্তাবেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপাচার্যরা মনে করছেন ছাত্র সমাজের মধ্যে দেশেপ্রমের অনুভূতি জাগিয়ে তোলার জন্য এটা একটা জরুরি পদক্ষেপ। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

XS
SM
MD
LG