অ্যাকসেসিবিলিটি লিংক

মণিপুরের চান্দেল জেলায় জঙ্গি হামলায় ছ’জন জওয়ান নিহত


সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে বড়সড় জঙ্গি নাশকতার ঘটনা ঘটলো রাজ্যটির চান্দেল জেলায়।

ভারত-মায়ানমার সীমান্তের কাছে অবস্থিত এই জেলায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের জেরে এক অফিসারসহ (জেসিও) অসম রাইফেলসের ছ’জন জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি জওয়ানদের কাছ থেকে জঙ্গিরা ছ’টি একে ৪৭ রাইফেল ছিনিয়ে নিয়ে গিয়েছে।

হামলার ঘটনায় যুক্ত জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তাবাহিনীকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

প্রতিরক্ষা ও পুলিশ সূত্রের খবর, গতকাল চান্দেল জেলার জউপি হেঙ্গশি এলাকায় জঙ্গিদের হামলার মুখে পড়ে অসম রাইফেলসের একটি কনভয়। সশস্ত্র জঙ্গিদের একটি দল এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ঐ কনভয়টিকে লক্ষ্য করে। উপজাতি অধ্যুষিত এই চান্দেল জেলার একটি প্রত্যন্ত গ্রামে ধস নামায় সেখানে উদ্ধারকাজে তদারকি করতে গিয়েছিল জওয়ানদের একটি দল। সেখান থেকে ফেরার সময়ই অসম রাইফেলসের এই কনভয়টিকে নিশানা বানাল জঙ্গিরা। নিহত জওয়ানরা প্রত্যেকেই ২৯ অসম রাইফেলসের সদস্য। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00

XS
SM
MD
LG