অ্যাকসেসিবিলিটি লিংক

মুম্বাইয়ে পাকিস্তানী জঙ্গী হানার সাত বছর পূর্ণ


বৃহস্পতিবার সাত বছর পূর্ণ হল মুম্বাইয়ে পাকিস্তানী জঙ্গী হানার। ওই ঘটনায় মারা গিয়েছিলেন কম-বেশি ২০০ জন ভারতীয় ও বিদেশি নাগরিক। সে দিন বোঝা গিয়েছিল, এ ধরণের হামলার মোকাবিলা করায় দেশ কতটা অপ্রস্তুত। তারপরই দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়।

ভাল তদন্তের স্বার্থে আমেরিকার ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন-এর ধাঁচে গড়ে তোলা হয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। জঙ্গী মোকাবিলায় বিশেষ ভাবে প্রশিক্ষণ দেওয়া হয় সেনা ও কম্যান্ডোদের। নিউইয়র্কে ৯/১১-র ঘটনার মত মুম্বইয়ের ২৬/১১-র ঘটনাও নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। আক্রমণকারী ১০ জঙ্গীর মধ্যে গুলির লড়াইতে মারা যায় ৯ জন। অন্য জন, আজমল কাসভের ফাঁসি হয়ে যায় ২০১২ সালের ২১ নভেম্বর। এই ঘটনার পরে কিন্তু ভারত-পাকিস্তান সম্পর্ক আর স্বাভাবিক হয়ে ওঠেনি। কিন্তু ভারত এই সন্ত্রাসের খাঁড়া মাথায় নিয়েই জীবনে অভ্যস্ত হয়ে উঠেছে।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG