অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান-রাশিয়ার যৌথ সামরিক মহড়ায় ভারতের অস্বস্তি


আন্তর্জাতিক মঞ্চে ভারতের সবচেয়ে পুরনো বন্ধু রাশিয়া। দেশের ৭৫% সমরাস্ত্রও আসে রাশিয়া থেকেই। সেই রাশিয়াই কিনা ভারতের অস্বস্তি উপেক্ষা করেই যে পাকিস্তানের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে, তাতে বিস্মিত ও উদ্বিগ্ন ভারত। তবে কি সাম্প্রতিক কালে আমেরিকার সঙ্গে ভারতের মাখামাখি দেখে এ ভাবেই নিজেদের বিরক্তি বুঝিয়ে দিল রাশিয়া? ভারতের কাছে এ কিন্তু একেবারেই অপ্রত্যাশিত।

ওদিকে, আমেরিকাও উরির ঘটনার নিন্দা করলেও পাকিস্তানের যোগের কথা বলেনি। আবার, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ঘনিষ্ঠতর করতে আগ্রহী নেপাল। যুদ্ধ এড়িয়ে প্রধানত কূটনীতির কৌশলে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে একঘরে করবার ভারতের কৌশল তাহলে কার্যকর করা যাবে কি?

অথচ, পাকিস্তান থেকে জঙ্গীরা ভারতে ঢুকে উৎপাত করে চলেছে, কি তবে তার প্রতিকার? ওদিকে, দেশে তো ক্রমাগত পাকিস্তানকে শায়েস্তা করবার জন্য বিভিন্ন মহল থেকে চাপ বাড়ছে। ভারতের সত্যিকারের বন্ধু তবে কে?

please wait

No media source currently available

0:00 0:01:29 0:00

XS
SM
MD
LG