অ্যাকসেসিবিলিটি লিংক

মাদার টেরেসাকে ‘সন্ত’ স্বীকৃতি দেওয়ার লক্ষ্য ভারতে ধর্মান্তরকরণ আরও বাড়ানো: ভিএইচপি


মাদার টেরেসাকে ‘সন্ত’ স্বীকৃতি দেওয়ার লক্ষ্য ভারতে ধর্মান্তরকরণ আরও বাড়ানো। টেরেসাকে ‘সন্ত’ উপাধি দান উপলক্ষ্যে ভ্যাটিকানে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধানমন্ত্রীর এ কথা ভেবে দেখা উচিত ছিল। এমনই মত প্রকাশ করেছে বিশ্ব হিন্দু পরিষদ।

ভিএইচপি'র আর্ন্তজাতিক যুগ্ম সচিব সুরেন্দ্র জৈন বলেছেন, মাদার টেরেসারে ‘সন্ত’ স্বীকৃতি দেওয়ার অর্থ বিপদ ঘণ্টা বাঁজা। তাঁর বক্তব্য, এবার থেকে এদেশে ধর্মান্তরকরণ আরও বাড়বে, এ জন্য টাকাও আসবে প্রচুর। আর ধর্মান্তরকরণ বাড়ার সঙ্গে তাল রেখে সামাজিক অশান্তিও বাড়বে। যেভাবে ‘অলৌকিক’ ঘটনার ওপর ভরসা রেখে খ্রিষ্ট ধর্মে ‘সন্ত’ উপাধি দেওয়া হয় তা আজকের দিনে বাস্তব নয় বলে মন্তব্য করেছেন তিনি।

ভিএইচপি'র অভিযোগ, টেরেসা যে ধর্মান্তরকরণে সরাসরি যুক্ত ছিলেন, তা সকলের জানা। এ ব্যাপারে বহু বছর ধরে অভিযোগ করেছে তারা। ভ্যাটিকানে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিষয়টি ভেবে দেখা উচিত ছিল বলেও তিনি মন্তব্য করেছেন। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

XS
SM
MD
LG