অ্যাকসেসিবিলিটি লিংক

পাঞ্জাবের পাঠানকোটের বায়ূসেনার ঘাটিতে জঙ্গি হামলা


আজ ভারতীয় সময়ে ভোর রাতের দিকে পাঞ্জাবের পাঠানকোটের বায়ূসেনার ঘাটিতে অর্তকিতে হামলা চালায় ছয় জঙ্গি। কোনো কিছু বুঝে ওঠার আগেই ভারতীয় সেনাও পাল্টা আঘাত আনতে শুরু করে। জঙ্গি ও গুলির লড়াইয়ে চার জঙ্গি নিহত হয়। দুই জঙ্গির খোঁজে সবশেষ খবর অনুযায়ী পাঞ্জাব পুলিশের সোয়াইট বাহিনী এন এস জি কম্যান্ড ও ভারতীয় সেনা চিরুনী তল্লাশি চালিয়ে যাচ্ছে।

গুলির লড়াইয়ে তিন ভারতীয় জওয়ানও শহীদ হয়েছেন। গোয়েন্দা সূত্রের খবর এই হামলার মাষ্টার মাইন্ড জয়েশ ঈ মহম্মদের প্রধান মাসুদ আজহার। এই হামলার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, এই হামলার পিছনে পাকিস্তানের হাত থাকলেও থাকতে পারে তেমনি কিছু সূত্র পেয়েছে গোয়েন্দা বাহিনী। একই সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন ভারতীয় সেনাও এর পাল্টা জবাব দিতে প্রস্তুত।

এই হামলার তদন্তে নামানো হয়েছে দেশের জাতীয় তদন্তকারী সংস্থা এন আই এ'র সদস্যদের। সবশেষ খবর অনুযায়ী সব বিমানই সুরক্ষিত রয়েছে।

please wait

No media source currently available

0:00 0:01:10 0:00

XS
SM
MD
LG