অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে জাল নোট পাচারচক্রের চারজনকে খুঁজতে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে এনআইএ


ভারতে জাল নোট পাচারচক্রের মূল হোতা টপমোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিম কাসকরের ‘ডি-কোম্পানির’ সহযোগী মালদহের প্রশান্ত মণ্ডলসহ মোট চারজনকে খোঁজার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।

পশ্চিমবঙ্গের মালদহের বৈষ্ণবনগর থানার সুখপাড়া গ্রামের বাসিন্দা প্রশান্তকে এর আগেও দক্ষিণ ভারতসহ দেশের বিভিন্ন প্রান্তে জাল নোট পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছিল এনআইএ।

প্রশান্তর ঐ তিন শাগরেদের মধ্যে আনারুল শেখ নামে একজনকে আবার তাদের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার অপরাধে গত বছরের ডিসেম্বর মাস থেকে খুঁজছে গুজরাতের ভদোদরা পুলিশ। ভদোদরার জওহরনগর থানার লকআপ থেকে অপর এক সঙ্গী সমেত আনারুল ঐ বছরের ২৬ ডিসেম্বর পালিয়ে যায়। জাল নোট পাচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল গুজরাত পুলিশ। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

XS
SM
MD
LG