অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে রাজ্যগুলোর কাছে নয় প্রশ্নের জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট


রাজনৈতিক দলে অপরাধীদের দৌরাত্ম বাড়ছে কেন, অপরাধীরা কিভাবে রাজনৈতিক নেতাদের কাজে লাগায়, নিজের ইচ্ছে পূরন করে, সরকার বদলে গেলে আগের সরকারের আমলে দায়ের হওয়া রাজনৈতিক মামলা নতুন সরকারের তুলে নেওয়ার ক্ষমতা কি আদতে অপব্যবহার-রাজ্যের তৃণমূল শাসিত রাজ্য সরকারের কাছে এরকম নটি প্রশ্নের জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট।

যত শীর্ঘ্র সম্ভব সর্ব্বোচ আদালতে এই জবাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচার পতি এন ভি রামানা।

কেবল পশ্চিমবঙ্গই নয় এ ব্যাপারে দেশের সব রাজ্য এবং কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকেও তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

প্রসংগত বলা যেতে পারে উত্তর প্রদেশের এক ক্রিমিনাল মামলা নিয়ে মূল বিষয়টি শুরু হলেও গোটা দেশের কথা ভেবে বর্তমানে মামলাটিকে জনস্বার্থ মামলা হিসাবেই দেখতে চাইছে। তাই সব রাজ্য এবং কেন্দ্রের কাছে জবাব চেয়ে পাঠানো হয়েছে। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

XS
SM
MD
LG