অ্যাকসেসিবিলিটি লিংক

কর্নাটক বিধানসভা ও সুপ্রিম কোর্টের মধ্যে চলছে সাংবিধানিক সঙ্কট


এ এক অদ্ভুত পরিস্থিতি। প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর জন্য কাবেরী নদীর একটা নির্দিষ্ট পরিমাণ জল ছাড়বার জন্য কর্নাটক সরকারকে বারবার নির্দেশ দিচ্ছে সুপ্রিম কোর্ট। কিন্তু এক মাসে তিন-তিন বার সেই নির্দেশ অমান্য করেছেন কর্নাটকের সিদ্দারামায়া সরকার।

নিজের হাত শক্ত করতে তিনি রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে সর্বসম্মত প্রস্তাব পাশ করিয়ে নিয়েছেন যেন কোনও জল তামিলনাড়ুকে দেওয়া না হয়। অর্থাৎ শীর্ষ আদালতকে তিনি বলছেন, বিধানসভার নির্দেশ কেমন করে অগ্রাহ্য করবেন তিনি? এ ভাবে একটা সাংবিধানিক সঙ্কট সৃষ্টি হয়ে গেছে বিধানসভা বনাম সুপ্রিম কোর্টের মধ্যে।

অতীতে কনার্টকের আরেক মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণও জল ছাড়া নিয়ে শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করবার অপরাধে প্রায় যখন জেলে যাওয়ার মুখে, তখন তিনি ক্ষমা চেয়ে অব্যাহতি পান। কিন্তু সিদ্দারামায়ার অঙ্ক হল তাঁকে আদালত জেলে পাঠালে তাঁর জনপ্রিয়তা বাড়বে। আর পরের মুখ্যমন্ত্রীও যে আদালতকে মানবেন, তার স্থিরতা কি? কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:01:04 0:00

XS
SM
MD
LG