অ্যাকসেসিবিলিটি লিংক

ছররা বন্দুকের বিকল্পের সন্ধানে ভারত


কাশ্মিরে সাম্প্রতিক বিক্ষোভ দমনের সময় নিরাপত্তা সংস্থারা ব্যবহার করেছিল পেলেট গান বা ছররা বন্দুক। আসল বন্দুকের চেয়ে ছররা কম বিপজ্জনক, এমন ভেবেই এটির ব্যবহারে। বাস্তবে ছররার অাঘাতে অনেক মানুষের চোখ নষ্ট হয়ে যায় ও অন্যান্য গুরুতর আঘাত লাগে।

প্রবল সমালোচনার মুলে ভারত সরকার কম বিপজ্জনক বিকল্প অস্ত্রের সন্ধান শুরু করেছে। এক কমিটি এ বিষয়ে শীগগীরি রিপোর্ট দেবে বলে দু'দিনের কাশ্মির সফরে গিয়ে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

সম্ভাব্য বিকল্পের মধ্যে রয়েছে লঙ্কার গুঁড়ো বা মরিচগুঁড়ো ভরা গ্রেনেড, কিছু সময়ের জন্য অন্ধ করে দিতে কার্যকর স্টান গান বা বিশেষ শব্দতরঙ্গ ব্যবহার করে বিক্ষোভকারীদের সামলানো।

ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ডি এস হুডা বলেন, তাঁরাও চান না, বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হোক। যে পেলেট গানকে কম বিপজ্জনক ভাবা হয়েছিল, তা নিয়ে যে এমন সমালোচনা হবে সরকার আগে ভাবতে পারেনি। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

XS
SM
MD
LG