অ্যাকসেসিবিলিটি লিংক

নোবেল বিজয়ী ভারতীয় বিজ্ঞানি সমালোচনা করলেন সেখানকার বিজ্ঞান কংগ্রসের


ভারতীয় বংশোদ্ভুত নোবেলজয়ী বিজ্ঞানী শেঙ্কটরামণ রামকৃষ্ণন ভারতীয় বিজ্ঞান কংগ্রেসকে সার্কাস বলে বিদ্রুপ করে বলেন, অতীতে একবার কংগ্রেসের একটি অধিবেশনে উপস্থিত থেকে বুঝতে পেরেছেন, সেখানে বিজ্ঞান নিয়েই কম আলোচনা হয়। রাজনীতি আর ধর্ম বিশ্বাসকে বিজ্ঞানের সঙ্গে মেশানো চলে না বলে মন্তব্য করলেন বর্তমানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত এই বিজ্ঞানী।

২০১৫-র কংগ্রেসেই দাবি করা হয়েছিল, ২,০০০ বছর আগে ভারতীয়দের হাতে বিমান তৈরির প্রযুক্তি ছিল। স্বয়ং প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদি সেখানে বলেছিলেন, দেবী দুর্গার পুত্র গণেশের ছিন্ন মাথায় হাতির মাথা প্রতিস্থাপন করে ভারতীয় শল্য চিকিতসকেরা নিজেদের এই প্রযুক্তিরও প্রমাণ রেখে গেছেন। এ সব আজগুবি তত্বে তিনি বিশ্বাসী নন।

তাঁর কথায়, এ ভাবে আর যা-ই হোক, বিজ্ঞান চর্চা চলে না। বিমান নির্মাণের প্রযুক্তির যা বিবরণ প্রাচীন শাস্ত্রে লিপিবদ্ধ রয়েছে, তা পড়লেই বোঝা যায় ওসব অবাস্তব।

please wait

No media source currently available

0:00 0:00:47 0:00


XS
SM
MD
LG