অ্যাকসেসিবিলিটি লিংক

কলকাতায় দশ দিনের মধ্যেই বর্ষা: আলিপুর আবহাওয়া অফিস


আর দিন দশেকের মধ্যেই কলকাতায় বর্ষা নামবে ইঙ্গিত দিচ্ছেন আলিপুর আবহাওয়া অফিসের কর্তারা। মঙ্গলবার কেরালা উপকূলে বর্ষা নামবার কথা। তারপরেই কলকাতায় বর্ষার আগমনবার্তা আরও নিশ্চিত করে জানানো সম্ভব হবে বলে সোমবার বলেছেন আবহাওয়া বিজ্ঞানীরা।

গত ১০০ বছরের গড় অনুসারে কলকাতায় বর্ষা নামে ৮ জুন। কিন্তু গত কয়েক বছর ধরেই বিলম্বিত হচ্ছে বর্ষা। এ বছরও অন্তত এক সপ্তাহ দেরি হবে বর্ষা নামতে। অবশ্য গত সপ্তাহ থেকেই প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টি হয়েছে সোমবারেও। গুমোট ভাবটা কিছুটা কমেছে। কয়েক দিন আগেই আন্দামান দ্বীপপুঞ্জে ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম বর্ষা।

আবহাওয়া অফিসের ডেপুটি ডিরেকটর জেনারেল, গোকুল চন্দ্র দেবনাথ বলেছেন, পুরোদস্তুর বর্ষা নামবার আগেও আগামী কয়েক দিনও মাঝে মাঝে প্রাক-বর্ষার বৃষ্টি হতে থাকবে কলকাতায়। গৌতম গুপ্তের রিপোর্ট।

XS
SM
MD
LG