অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে একটি গীর্জায় হামলা হয়েছে


ভারতে, দেশটির মধ্যাঞ্চলের একটি গীর্জায় হামলা হয়েছে এবং এতে করে দেশটিতে অসহিষ্ণুতা নিয়ে জোর কথাবার্তা-আলোচনা চলছে, সেদিকেই সবার দৃষ্টি আবার নিবদ্ধ হচ্ছে। হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির শাসনামলেই এ হামলা ঘটছে বলে প্রতিয়মান হচ্ছে।

ভারতে ধর্মীয় স্বাধীনতার বিষয়টি খতিয়ে দেখবার জন্যে যুক্তরাষ্ট্র সরকারের একটি সংস্থার লোকজন ভারতে যাবার জন্যে ভিসা চেয়েছিলেন কিছুদিন আগে, ভারত সরকার ঐ ভিসা মঞ্জুরে অসম্মতি জানানোর ক’দিন বাদেই এ হামলার ঘটনা ঘটলো। ভিসা প্রত্যাখ্যানের সময় যুক্তি দেয়া হয়েছিল যে ধর্মীয় স্বাধীনতার গ্যারান্টি দেওয়া একটি দেশে পরিস্থিতি যাচাই করবার কোনো এখতিয়ার ঐ সংস্থার নেই।

গীর্জার ওপর এ হামলা হয়েছে রবিবার ছত্তিস গড় রাজ্যে। দলবদ্ধ লোকজন রাজধানী রাইপুরের অদূরে ঐ গীর্জার অপর চড়াও হয়। গীর্জার দেখভাল করার লোকজনকে হেনস্তা করে এবং আসবাবপত্র ভাংচুর করে।

ছত্তিস গড়ের মূখ্যমন্ত্রী রামান সিং বলেছেন, দোষী কাউকেই ছাড় দেওয়া হবে না, কড়া ব্যবস্থা নেওয়া হবে।

XS
SM
MD
LG