অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে ব্যাঙ্ক কর্মচারিদের ধর্মঘটে ১৫,০০০ কোটি টাকার আর্থিক লেনদেন বন্ধ


সারা ভারতের প্রায় ৮০,০০০ ব্যাঙ্ক শাখার ৮ লক্ষ কর্মচারি ধর্মঘটে যাওয়ায় শুক্রবার গোটা দেশেই ব্যাঙ্ক পরিষেবা এক রকম বন্ধ হয়ে যায়।

সরকার ভারতীয় স্টেট ব্যাঙ্কের সহযোগী ব্যাঙ্কগুলিকে সংযুক্তিকরণের যে পরিকল্পনা করেছে, মূলত তার বিরুদ্ধেই এই ধর্মঘট। এছাড়া দেশের ২৭টি সরকারি ব্যাঙ্কের পুনর্গঠন করে সাত-আটটি ব্যাঙ্কে নামিয়ে আনবার ভাবনাও রয়েছে সরকারের, তাতেও ঘোর আপত্তি ব্যাঙ্ক ইউনিয়নগুলির।

শুক্রবারের ধর্মঘটের ফলে প্রায় ১৫,০০০ কোটি টাকার আর্থিক লেনদেন বন্ধ ছিল বলে জানিয়েছে বণিকসভা অ্যাসোচ্যাম।

তবে ধর্মঘটের এটাই শেষ নয়। সরকার দাবি না মানলে ফের এক দিনের ধর্মঘট হবে ২ সেপ্টেম্বর। তার আগেই সংসদ অভিযানের পরিকল্পনা ৯ অাগস্ট। সরকারের সঙ্গে মিটমাট না হলে লাগাতার ব্যাঙ্ক ধর্মঘটের হুঁশিয়ারি দিয়ে রেখেছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

XS
SM
MD
LG