অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের মতোই বাংলাদেশ থেকে আগত সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেয়ার প্রস্তাব


নয়াদিল্লী থেকে সরকারী সূত্রের খবর আগামী দিনে পাকিস্তানের মতোই বাংলাদেশ থেকে আগত সেদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের ভারতে বাড়ি কিনে বসবাস প্যানকার্ড পাওয়া ভোটার পরিচয় পত্র পাওয়া সহ ভারতীয় নাগরিক হয়ে যাওয়ার সুবিধা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে এইরকম ভাবনা চিন্তা বাংলাদেশ থেকে আগতদের সর্ম্পকেও করা হচ্ছে।প্রসংগত এ সর্ম্পকে জানা গেছে গত বছরের সেপ্টেম্বর মাসেই এই সংক্রান্ত সরকারী বিজ্ঞপ্তি জারি হয়েছিল দুহাজার চোদ্দো সালের ডিসেম্বর মাস পর্যন্ত যে হিন্দু পরিবার গুলি পাকিস্তান ও বাংলাদেশ থেকে এ দেশে চলে এসেছেন তাদের অনুপ্রবেশকারী হিসেবে সরকার গন্য করবে না। তাদের ভিসারও প্রয়োজন নেই। বস্তুত দেশ ভাগের পর ভারতীয় যত হিন্দু পাকিস্তানে পরে বাংলাদেশে রয়ে গিয়েছেন এবং পরবর্তী কালে বাধ্য হয়ে ছিন্ন হয়েভারতে চলে আসছেন তাদের সকলের ক্ষেত্রেই এই নিয়ম চালু হবে।

সরাসরি লিংক

XS
SM
MD
LG