অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে তদন্তকারীরা ব্যাংক ও আর্থনীতিক পরিষেবা ব্যবস্থায় কেলেঙ্কারির ঘটনা তদন্ত করছে


বীমা কম্পানির একটি বিভাগ এল আই সি হাইসিং ফাইনেন্স এর প্রধান কার্যনির্বাহী অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে।
বীমা কম্পানির একটি বিভাগ এল আই সি হাইসিং ফাইনেন্স এর প্রধান কার্যনির্বাহী অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতে লক্ষ লক্ষ ডলারের ব্যাংক ও আর্থনীতিক পরিষেবা ব্যবস্থায় কেলেঙ্কারির ঘটনায়, তদন্তকারীরা তাদের তদন্ত জোরদার করেছে।

শুক্রবার ভারত বলেছে তদন্তের পরিসর বৃদ্ধি করে আরও ২১টি কম্পানিকে অন্তর্ভুক্ত করা হবে।

বুধবার ভারতীয় পুলিশ ঘুষের অভিযোগে বেশ কয়েকটি ভারতীয় ব্যাংক ও আর্থনীতিক কম্পানির শীর্ষ আটজন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। এই সকল কর্মকর্তাদের মধ্যে আছেন রাষ্ট্র নিয়ন্ত্রিত বীমা কম্পানির একটি বিভাগ এল আই সি হাইসিং ফাইনেন্স এর প্রধান কার্যনির্বাহী অফিসার।

বুধবার কেন্দ্রীয় তদন্ত বু্রো থেকে বলা হয় মানি ম্যাটার্স নামের একটি বেসরকারী আর্থনীতিক পরিষেবা কম্পানি উর্ধতন কর্মকর্তাদের কথিত ঘুষ প্রদান করে বড় অঙ্কের ঋণ লাভের জন্য।

মানি ম্যাটার্সের চেয়ারম্যান এবং ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশেনাল ব্যাংক ও ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক এর উর্ধতন কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়।

XS
SM
MD
LG