অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের মানবাধিকার কমিশন শিশু-শ্রমিকদের পুর্ণবাসনে আগ্রহের অভাবে ছয় রাজ্যকে নোটীশ দিয়েছে


সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, ভারতে উদ্ধার হওয়া শিশু-শ্রমিকদের পুর্ণবাসন নিয়ে উদ্যোগ ও আগ্রহের অভাবের জন্য পশ্চিমবঙ্গসহ ছয় রাজ্যকে নোটীশ পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন। আগামী আট সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে কমিশন।

প্রসংগত বলা যেতে পারে, রাজস্থান থেকে উদ্ধার হওয়া ৭৪০ শিশু-শ্রমিককে পূর্ণবাসনের পরিপ্রেক্ষিতে এই চিঠি কমিশনের।

পশ্চিমবঙ্গ ও রাজস্থান ছাড়া আর বাকি চার রাজ্য হল বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ ও দিল্লী।

কমিশন নোটিশে জানিয়েছে, ২০১৩ সালের মার্চ থেকে ২০১৪ সালের জুলাই পর্যন্ত রাজস্থানের বিভিন্ন এলাকা থেকে ৭৪০ শিশুকে উদ্ধার করা হয়েছিল। তাদের পূর্ণবাসনের ব্যাপারে দেশের এই ছয় রাজ্য কোনো সদর্থক উদ্যোগ দেখায়নি।

রাজস্থান থেকে উদ্ধার হওয়া ৭৪০ শিশু শ্রমিকের মধ্যে ৬১০ জন বিহারের বাসিন্দা। বাকি ১৩০ জন পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, বিহার, উত্তর প্রদেশ ও দিল্লীর নাগরিক। রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

XS
SM
MD
LG