অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত চীন সম্পর্ক: পায়রা ধরা পড়ল


ভারতের উত্তর পূর্বাঞ্চলের সীমান্তে গত কয়েক দিন আগেই ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর সম্মেলনে চীনা অনুপ্রবেশ নিয়ে ভারতীয় সেনাকে সতর্ক করেছিলেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং। সংবাদ সংস্থার খবর তারপরই গত রবিবার পায়ে চীনা সংকেত বাঁধা পায়রা ধরা পড়ল অরুণাচল প্রদেশের আনজো গ্রাম থেকে। মনে করা হচ্ছে, চীনের তরফে ভারতের উপর নজরদারি চালাতে এই পায়রাটিকে পাঠানো হতে পারে। যদিও, পায়রার গায়ে কোনও ক্যামেরা বা ট্রান্সমিটার লাগানো আছে কিনা, তা এখনও পুলিশ জানায়নি। আনজোর অতিরিক্ত কমিশনার মমতা রিবা জানিয়েছেন, আনজোর গ্রামবাসীরাই পায়রাটিকে দেখতে পেয়ে ধরে ফেলে। তারপর বনদপ্তরে খবর দেওয়া হয়। ভারত থেকে কোনও তথ্য বের করে আনতেই হয়ত পায়ে এই কাগজের টুকরো পায়ে বেধে দেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে।যদিও ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই পায়রার ছবিটি ছড়িয়ে পড়ায় শুরু হয়েছে গোটা দেশেই বিতর্ক।

please wait

No media source currently available

0:00 0:00:33 0:00

XS
SM
MD
LG