অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত-চীন যৌথ সামরিক মহড়া


ভারত ও চীন যৌথভাবে সামরিক মহড়া আবার শুরু করার ব্যাপারে একমত হয়েছে । দু’দেশ ইতিমধ্যে নিজেদের মধ্যেকার অনাস্থা দূর করে সম্পর্কের উন্নয়ন প্রয়াসে চেষ্টা চালিয়ে যাচ্ছে ।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে এ্যান্টনি মঙ্গলবার এ যৌথ সামরিক মহড়ার কথা ঘোষনা করেছেন – চীনের প্রতিরক্ষামন্ত্রী লিয়াং গুয়াংলীর সঙ্গে নতুন দিল্লিতে তাঁর কথাবার্তার পর ।
২ হাজার ৭ এবং ২ হাজার ৮-এ দু প্রস্থ যৌথ সামরিক মহড়ার পর ভারত তৃতিয় প্রস্থের একটি সামরিক মহড়া বাতিল করে দিয়েছিলো বেযিং যে ভারতের এক সেনাধিনায়ক , এক জেনারেলকে ভিসা প্রদানে অসম্মতি জানিয়েছিলো তাতে করে উত্থিত বিরোধের কারণে ।
লিয়াংয়ের ভারত সফর ৮ বছর পর ভারতে চীনের কোনো প্রতিরক্ষামন্ত্রীর প্রথম পদার্পন । হিমালয়বর্তি সীমানা নিয়ে দু’দেশের মধ্যেকার দীর্ঘ প্রলম্বিত বিরোধ কেন্দ্র্রিক কথাবার্তাও এ আলোচনায় শামিল হয়েছে ।
XS
SM
MD
LG