অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের প্রধানমন্ত্রি গো-রক্ষকদের নিন্দা করেছেন


A cow stands outside a temple at a lake in Pushkar, in the desert state of Rajasthan, India, August 5, 2016.
A cow stands outside a temple at a lake in Pushkar, in the desert state of Rajasthan, India, August 5, 2016.

স্ব-নিযুক্ত গো-রক্ষকদের অত্যাচারে অস্থির হিন্দু দলিত আর মুসলিমরা। এ সব বন্ধ না হলে বিজেপি-র পক্ষে যে নির্বাচনে বিপদ, তা বুঝে প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদী পর পর দু দিন কড়া নিন্দা করেছে এদের। বলেছেন, এরা তো অনেকেই সমাজবিরোধী। গো-রক্ষার নামাবলি গায়ে চড়িয়ে এরাঅপরাধমূলক কাকর্মে জড়িত। তাতেই ক্ষিপ্ত গো ভক্তের দল। তাদের কেউ কেউ মোদিকে ক্ষমা চাইতে বলছে, কেউ-বা বলছে, নির্বাচনের আগে বিজেপি গো-রক্ষার কথা তুলে এখন পিছিয়ে যাচ্ছে কেন? এদের মতে, প্রধানমন্ত্রি তো পেছন থেকে ছুরি মারছেন। কিন্তু গো-রক্ষকদের নিন্দা করা মোদির একার সিদ্ধান্ত বলে মনে হয় না। তাঁর পেছনে রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘও। দলিত আর মুসলিমদের ওপর গো-রক্ষকেরা এই ভাবে অত্যাচার চালালে পরের নির্বাচনগুলিতে যে বিজেপি-র পক্ষে বিপদ ঘটবে, সে কথা বুঝেই মোদি এত কড়া ভাষায় গো-রক্ষকদের ক্রিয়াকলাপের নিন্দে করছেন। কিন্তু তারা এ বার যে পাল্টা ফোঁস করবে, তা হয়তো বোঝে নি বিজেপি।

কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG