অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে ডায়েরিয়ার প্রকোপে বহু শিশু মারা গেছে, সরকারের উদ্যোগ


FILE - A volunteer weighs a malnourished child at the Apanalay center in Mumbai, India. A new study indicates in the same way that lack of food can harm children, violence, deprivation and neglect are also damaging their brain circuitry.
FILE - A volunteer weighs a malnourished child at the Apanalay center in Mumbai, India. A new study indicates in the same way that lack of food can harm children, violence, deprivation and neglect are also damaging their brain circuitry.

ভারতে গোটা দেশে ডায়েরিয়ার প্রকোপে শিশু মৃত্যু ঠেকাতে আটষট্টি কোটি টাকা বাজেট বরাদ্দ করে বিশেষ উদ্যোগ নিল প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রের সরকার। যে বাড়িতে পাঁচ বছরের কম বয়সের বাচ্চা রয়েছে তাদের দেওয়া হবে ওআরএস। মিলবে জিংক ট্যাবলেট। কেবল বিনামূল্যে এই ঔষুধ দেওয়াই নয়। কেমন করে তা বাচ্চাকে খাওয়াতে হবে, কখন খাওয়াতে হবে, বাচ্চার অভিভাবককে তাও দেখিয়ে দেওয়া হবে হাতেনাতে।

সেইসংগে দেশের প্রতিটি জেলায় প্রতিটি স্কুল অঙ্গনওয়াড়ি, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মিলবে ওআরএস অর্থাৎ ওরাল রিহ্যাই঩ড্রেশন সল্ট। ডায়েরিয়া আটকাতে আজ থেকে শুরু হয়ে আগামী তেইশে জুলাই পর্যন্ত এই বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে যে আশা (অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাকটিভিস্ট) নামে স্বাস্থ্যকর্মী রয়েছে তারাই বাড়ি বাড়ি গিয়ে ওই ওষুধ দেবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সমীক্ষা অনুযায়ী ডায়েরিয়ার প্রকোপে ভারতে প্রতি ঘণ্টায় তেরো টি করে বাচ্চার মৃত্যু হচ্ছে। বছরে ডায়েরিয়ায় আক্রান্ত হচ্ছে এক লক্ষ কুড়ি হাজারেরও বেশি শিশু। মুলত অপরিষ্কার হাতে খাওয়া, অপরিস্রুত পানীয় জল, অপরিষ্কার টয়লেট ব্যবহার, অপুষ্টি এবং উপযুক্ত টিকা না নেওয়ার কারণে বাচ্চাদের ডায়েরিয়া হয়। সমীক্ষায় দেখা গিয়েছে, সারা বছর এর প্রকোপ কম থাকলেও কেবল বর্ষার সময়ই এই ডায়েরিয়ার প্রকোপ বাড়ে।

এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:01:04 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG