অ্যাকসেসিবিলিটি লিংক

ভূমিকম্পের উত্স স্থলের কাছাকাছি পৌঁছে গিয়েছেন উদ্ধারকর্মিরা


ভূমিকম্পের উত্স স্থলের কাছাকাছি পৌঁছে গিয়েছেন উদ্ধারকর্মিরা
ভূমিকম্পের উত্স স্থলের কাছাকাছি পৌঁছে গিয়েছেন উদ্ধারকর্মিরা

রবিবারের যে ভূমিকম্পে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে নেপালে ও তিব্বতের চীন এলাকায় ৮১ জনের মৃত্যু হয় – ফলে কিছু জনপদ এখনো বিচ্ছিন্ন হয়ে রয়েছে, সে ভূমিকম্পের উত্স স্থলের কাছাকাছি পৌঁছে গিয়েছেন উদ্ধারকর্মিরা । খুব বেশিরকমের আঘাত লেগেছে ঐ ভুমিকম্পের যেসব এলাকায়, ঘন কূয়াশা, অঝোর বৃষ্টি, ভূমিধবসের কারনে উদ্ধারকর্মিদের সেসব যায়গায় পৌঁছুনো দুস্কর হয়ে পড়ছে। ভারতের সিকিম রাজ্যের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকর্মি ও চিকিত্সা সহায়তা পৌঁছে দিতে ভারতের বিমান বাহিনী হেলিকপ্টার ব্যবহার করে । বললেন ভারতের স্বরাষ্ট্র সচীব আর কে সিং। ধসে পড়া পাহাড়ি পাথরের চাঁই সরিয়ে ভূমিকম্পের উত্সমুখের কাছাকাছির শহর মানগানের দিকে যাবার মহাসড়ক পরিস্কারের কাজে ৫ হাজারের বেশি সেনাবাহিনীর জোয়ানকে কাজে লাগানো হয় ।

নেপাল জানিয়েছে ভূমিকম্প সংশ্লিষ্ট মৃতের সংখ্যা তাদের ওখানে এখন অব্দি আট এবং চীনের শিনহুয়া বার্তা সংস্থা তিব্বতের দক্ষিনাঞ্চলে কম হলেও ৭ ব্যক্তি নিহত হওয়ার খবর জানিয়েছে ।

XS
SM
MD
LG