অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে শিক্ষার অধিকার আইনের সংস্কার হতে পারে


শিক্ষার অধিকার আইনে ২০০৯ সাল থেকে স্কুলের অষ্টম শ্রেণী পর্যন্ত তুলে দেওয়া হয়েছিল চিরাচরিত পাশ-ফেল প্রথা। ছাত্রছাত্রী কে কতটুকু শিখল, তা সারা ভারতেই পরীক্ষার মাধ্যমে যাচাই করে ওপরের ক্লাসে ওঠানোর চিরাচরিত নিয়ম বাতিল করে আপনাআপনিই ওপরের ক্লাসে তুলে দেওয়া শুরু হয় ওই বছর থেকে। তখনই বিভিন্ন শিক্ষক সংগঠন আপত্তি জানিয়ে বলেছিল, পাশ করবার দায় না থাকলে লেখাপড়ায় চাড় কমে যাবে ছাত্রছাত্রীদের। এত দিনে কেন্দ্র বুঝতে পেরেছে, সেই আশঙ্কাই সত্যি হয়েছে। কেন্ত্রীয় মানব উন্নয়ন মন্ত্রী, স্মৃতি ইরানী শুক্রবার কলকাতায় বলেন, অন্তত ২০টি রাজ্যের শিক্ষামন্ত্রীরা অনুরোধ করেছেন পুরনো নিয়মই ফিরিয়ে আনবার জন্য। কেন্দ্রও তেমনই ভাবছে বলে জানালেন ইরানী। তবে এ প্রশ্নে পশ্চিমবঙ্গ সরকারের কি মত, তা জানায় নি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মত জেনে নিয়ে কেন্দ্রকে তা জানিয়ে দেওয়া হবে। তবে পাশ-ফেল প্রথা ফিরতে চলেছে, এমনই ইঙ্গিত দিলেন ইরানী।

please wait

No media source currently available

0:00 0:00:38 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG