অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের ভাসমান সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করার প্রস্তাবে সম্মতি দিয়েছে কেন্দ্র


ভারতের ন্যাশনাল সোলার মিশনের লক্ষ্য, ২০২২ সালের মধ্যে ১ লক্ষ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তৈরি করা। এর মধ্যে ৪০,০০০ মেগাওয়াট হবে বাড়ির ছাদের ওপর, বাকিটা ৬০,০০০ মেগাওয়াট জমির ওপর। কিন্তু পশ্চিমবঙ্গের মত যে সব রাজ্যে অঢেল জমি নেই, তারা কি করবে?

ভারত সরকারের কাছে প্রস্তাব গিয়ে ছিল, জমি না থাকলেও জল তো রয়েছে। দেশে খাল-বিল, পুকুর বা দীঘির তো অভাব নেই। সেখানে ভাসমান সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করা তো সম্ভব। সম্প্রতি কেন্দ্র সম্মতি দিয়েছে এই অভিনব প্রস্তাবে।

লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রথম ধাপ হল, ভাসমান কেন্দ্র করা সম্ভব এমন জলাশয় ও খালগুলিকে চিহ্ণিত করা। বিশেষজ্ঞদের মত, সবকটি জলাশয় কাজে লাগাতে পারলে তিন লক্ষ মেগাওয়াট ভাসমান সৌরবিদ্যুৎ উৎপাদন হতে পারে। আপাতত এতো দরকার নেই, বড়জোর ১০-১৫ শতাংশ কাজে লাগাতে পারলেই অনায়াসে লক্ষ্য পূরণ হয়ে যাবে। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

XS
SM
MD
LG