অ্যাকসেসিবিলিটি লিংক

মমতার কাছে নির্বাচন পরবর্তী সন্ত্রাস বন্ধের দাবি বাম-কংগ্রেস জোটের


ভারতের পশ্চিমবঙ্গের বিধান সভা ভোট পরবর্তী পরিস্থিতিতে সন্ত্রাসের অভিযোগে রাজ্যপালের কাছে গিয়ে নালিশ জানিয়েছিল বামেরা। তবু রাজ্যে নতুন সরকার গঠনের পর রাজ্য বিধান সভায় বাম সদস্যরা গেলেন মুখ্যমন্ত্রীর কাছে।

বামফ্রন্টের বিধায়কদের মধ্যে ছিলেন সুজন চক্রবর্তী, অশোক ভট্টাচার্য, আনিসুর রহমান, বিশ্বনাথ চৌধুরী প্রমুখ। তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে অভিযোগ জানান ভোট মিটে গেলেও বিরোধীদের উপর হামলা চলচ্ছে। দাবি জানান, সন্ত্রাস বন্ধের।

বিধানসভা সূত্রের খবর মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছেন। যদিও তৃণমূল আগেই দাবি করেছিল সন্ত্রাস হচ্ছে না। কিন্তু বিরোধীরা তাঁদের অবস্থানে অনড়।

প্রসংগত বলা যেতে পারে শাসক দলের বিরুদ্ধে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে সম্প্রতি বাম-কংগ্রেস জোটের প্রতিবাদ কর্মসূচীতে একাধিকবার দেখা গিয়েছে।

মুখ্যমন্ত্রী কাছে অভিযোগ জানানোর পাশাপাশি বিধানসভায় দাড়িয়ে কংগ্রেস-সিপিএম, দু’দলের নেতৃত্বের গলাতেই ছিল জোট বার্তা। কংগ্রেস পরিষদীয় দলনেতা কংগ্রেসের পাশাপাশি জোটের পক্ষ থেকেও বিধানসভার নবনির্বাচিত অধ্যক্ষকে শুভেচ্ছা জানান। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

XS
SM
MD
LG