অ্যাকসেসিবিলিটি লিংক

মমতাকে ভবানীপুর কেন্দ্রে পরাজিত করতে বিরোধীদের সর্বশক্তি নিয়োগ


ভারতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রি এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর বিধানসভা নির্বাচনী কেন্দ্রে শনিবার ভোট অনুষ্ঠিত হবে। আর ঐ কেন্দ্রে তাকে পরাজিত করতে বিরোধীরা সর্বশক্তি নিয়োগ করেছেন।

এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় অপর দুই প্রার্থী হলেন বিজেপি'র চন্দ্রকুমার বসু এবং কংগ্রেস-বামদের জোটের প্রার্থী দীপা দাশমুনশি । ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা অংশে তৃণমূল প্রার্থী প্রায় ২০০ ভোটে বিজেপি প্রার্থীর চেয়ে পিছিয়ে ছিলেন বলেই এবার এই কেন্দ্রে মমতাকে হারানোর স্বপ্ন দেখছে বিজেপি । তাই এখানে তাদের জোরালো প্রার্থী নেতাজীর বংশধর । একই ভাবে কংগ্রেস-বাম জোটও বেশ শক্ত প্রার্থী দাঁড় করিয়েছে ।

সকলেই ভাবছে, এখানে মমতাকে পরাস্ত করা গেলে একেবারে ইন্দ্রপতন ঘটে যাবে । কিন্তু মমতা সেটা জানেন বলেই এখানকার প্রচারে নিজে পুরোপুরি থাকতে না পারলেও বিশ্বাসভাজন সহকারীদের এখানে প্রচারে পাঠিয়েছেন ।

নির্বাচনের সময় শান্তিরক্ষার জন্য নির্বাচন কমিশন এবং প্রশাসনও সতর্ক । রাজনৈতিক মহলের তীব্র কৌতুহল থাকছে এই কেন্দ্রটিকে নিয়ে । কলকাতা থেকে গৌতম গুপ্ত।

XS
SM
MD
LG