অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট গঠন অনিশ্চিত


পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের মতে, বামেদের সঙ্গে তাঁরা বিধানসভা নির্বাচনের আগে জোট বাঁধলে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যূত করে রাজ্যে ক্ষমতায় আসাও সম্ভব।

দলের সহ-সভাপতি রাহুল গান্ধী এমন জোটের পক্ষে হলেও দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর আবার ব্যক্তিগত দুর্বলতা রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। উপরন্তু তাঁর হিসেব, বামেদের সঙ্গে জোট থাকলে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সুবিধে হবে কংগ্রেসের।

অন্য দিকে, সিপিএম দলের রাজ্য নেতারা কংগ্রেসের সঙ্গে রাজ্যে জোটের জোর সমর্থক হলেও দলের কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ এবং ত্রিপুরা ও কেরল রাজ্যের নেতারা কংগ্রেসের ঘোর বিরোধী।

সিপিএম নেতৃত্ব কি চান, তা স্থির হবে ১৮ ফেব্রুয়ারির মধ্যে দিল্লিতে দলের কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর বৈঠকে। সব মিলিয়ে তাই এই জোটের ভবিষ্যত এখনও অনিশ্চিত। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00

XS
SM
MD
LG