অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে যারা ভোট দিয়েছেন তাদের জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে বিরোধী দল জয়লাভ করবে


A polling official, right, marks the finger of an elderly man with indelible ink before he casts his vote at a polling station in Kunwarpur village, about 40 kilometers (25 miles) northwest of Jaunpur district, in the northern Indian state of Uttar Prades
A polling official, right, marks the finger of an elderly man with indelible ink before he casts his vote at a polling station in Kunwarpur village, about 40 kilometers (25 miles) northwest of Jaunpur district, in the northern Indian state of Uttar Prades
বিশ্বে যেটিকে বলা হচ্ছে সর্ব বৃহত গণতান্ত্রিক নির্বাচন তাতে যারা ভোট দিয়েছেন তাদের জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে ভারতের প্রধান বিরোধী দল সংসদে সব চাইতে বেশি আসন পাবে।

এটা অবশ্য সুস্পষ্ট নয় যে প্রধান মন্ত্রীর পদপ্রার্থী নরেন্দ্র মোদীর নেত্রীত্বে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ৫ শো তেতাল্লিশ আসনের সংসদের নিম্ন সভায় সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা। ভারতে জাতীয় নির্বাচনে ফলাফল সম্পর্কে ভবিষ্যৎবানী করা কঠিন। যারা ভোট দিয়েছেন তাদের জনমত সমীক্ষা এর আগে অনেকবার ভুল প্রমানিত হয়েছে।

ক্ষমতাসীন কংগ্রেস পার্টি যারা কয়েক দশক ক্ষমতায় আছে তারা দুর্নীতির কেলেঙ্কারী, উচ্চ মুদ্রাস্ফিতি, এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির অভাব ইত্যাদি ইস্যুর সম্মুখীন হয়।

ভারতের ৫ সপ্তাহের নির্বাচন সোমবার শেষ হয়।

ভারতের নির্বাচন কমিশন বলেছে দেশের ৮১ কোটি ৫০ লক্ষ নিবন্ধিকৃত ভোটারের, রেকর্ড সংখ্যায় ৬৬ শতাংশ ভোট দিয়েছে।

শুক্রবার নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে।
XS
SM
MD
LG