অ্যাকসেসিবিলিটি লিংক

অসমের বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে


অসমের বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। রাজ্যের বিভিন্ন নদী সংলগ্ন নতুন নতুন এলাকাগুলি ক্রমশই জলমগ্ন হয়ে পড়ছে। রাজ্যের এক হাজারেরও বেশী গ্রামের ৫ লক্ষেরও বেশী মানুষ বন্যা দূর্গত। অসমের ধেমাজী জেলার ৫২ নং জাতীয় সড়কের ওপর দু জায়গায় জল বইছে।

জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরকে ইতিমধ্যেই ত্রান ও উদ্ধার কার্যে নামানো হয়েছে। ৬০ টি ত্রাণ শিবিরে বহু মানুষ আশ্রয় নিয়েছেন। ধেমাজী ডিব্রুগড় সহ বিভিন্ন জায়গায় শিক্ষাপ্রতিষ্ঠান গুলি বন্ধ রাখা হয়েছে।

ইতিমধ্যে বন্যার জলের তোড়ে ২ জন মানুষ ভেসে গিয়েছেন বলে ডিব্রুগড়ের ডেপুটি সুপার জানিয়েছেন। তাদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তরুন গগৈ জানিয়েছেন বন্যা পরিস্থিতির মোকাবিলায় রাজ্যপ্রশাসন বন্যাদুর্গত মানুষের পাশে সবসময় আছে এবং থাকবে সেই সাথে মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন বন্যা পরিস্থিতিতে রাজ্য বাসীর পাশে থাকার।

please wait
Embed

No media source currently available

0:00 0:01:03 0:00

XS
SM
MD
LG