অ্যাকসেসিবিলিটি লিংক

নতুন দিল্লীতে এক কলেজ ছাত্রীকে গনধর্ষণ বিষয়ে অধ্যাপিকা সৈয়দ তানভির নাসরীনের মন্তব্য


ভারতে রাজধানী নতুন দিল্লীতে গত রবিবার একটি বাসে এক কলেজ ছাত্রীকে গনধর্ষণ ও তার ওপর অত্যাচারের ঘটনা সারা দেশে দারুণ প্রতিবাদ ক্ষোভের সৃষ্টি করেছে।

এই ঘটনা সম্পর্কে রোকেয়া হায়দার কথা বলেছেন পশ্চিমবঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সৈয়দ তানভির নাসরীনের সঙ্গে।
please wait

No media source currently available

0:00 0:04:30 0:00
সরাসরি লিংক

অধ্যাপিকা নাসরীন বলেন, ‘আমরা দেখুন, যে পৃথিবীতে বাস করছি তাতে প্রায় প্রতিদিনই এ রকম কিছু না কিছু ঘটনা, বিদেশ থেকেও কিছু ঘটনা বিভিন্ন সময়ে শুনতে পাচ্ছি। এটা একটা খুব ভয়ংকর প্রশ্নের সামনে আমাদের দাঁড় করিয়ে দিচ্ছে যে, এ কোন সমাজে আমরা বাস করছি। আমি কিন্তু এই ঘটনাটাকে শুধুমাত্র ভারতবর্ষের রাজধানী বলে আমার কাছে বিশেষভাবে লজ্জার এ খবর যখন বিশ্ব মাধ্যমে প্রচার হয়। এটা শুধুমাত্র আমার দেশের খবর, ভারতবর্ষের রাজধানীর খবর বলে আমি দেখছি না। ভারতবর্ষে এবং দক্ষিণ এশিয়ার গ্রামেও কিন্তু নারীদের সঙ্গে এই ধরণের আচরণ বাড়ছে’।

অপরাধীদের কি ধরণের শাস্তি হওয়া উচিত, এ প্রশ্নের জবাবে সৈয়দ তানভির নাসরীন বলেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা নিয়ে আমরা ইন্টেলেকচুয়াল স্তরে নানা বিতর্ক করতে পারি যে, তাদের মৃত্যুদন্ড না মৃত্যুদন্ড রদ, এ ধরণের আলোচনা হয়। এবং মৃত্যুদণ্ড বিধানে এদের যে সত্যিকার শাস্তি হয়, এটা ঠিক আমি মনে করি না।’
XS
SM
MD
LG