অ্যাকসেসিবিলিটি লিংক

জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় দুই ভারতীয়র মুণ্ডচ্ছেদ নিয়ে ভারতীয় সেনা প্রধানের মন্তব্য


দু এক দিন আগে জম্মু কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে দুই ভারতীয় জওয়ানকে খুন করে তাঁদের মুণ্ডচ্ছেদের ঘটনা নিয়ে মন্তব্য করলেন ভারতীয় সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি বলেছেন, পাকিস্তানের এই বর্বরোচিত হামলার বদলা নেওয়া হবে। তিনি বলেছেন, এ ধরনের হামলার উপযুক্ত জবাব দেবে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা জানতে চাওয়া হলে জেনারেল রাওয়াত বলেছেন, আগে থেকে বলে কিছু করা হবে না। ব্যবস্থা নেওয়া হলে সবাইকে জানানো হবে। সেনাপ্রধান জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশ রুখতে আরও জোরাল ব্যবস্থা গ্রহণ করেছে সেনা। জেনারেল রাওয়াত সেই সঙ্গে সতর্ক করে বলেছেন, বরফ গলতে শুরু করার পর গ্রীষ্মে জঙ্গিদের অনুপ্রবেশ আরও বাড়তে পারে। তিনি বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় অনুপ্রবেশ রুখতে আরও জোরাল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যদিও পাকিস্তান বলছে, তারা ওই কাজ করেনি।

XS
SM
MD
LG